সরিষাবাড়ীতে যুবলীগ নেতাদের হাতে আ'লীগ নেতা লাঞ্ছিত, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ নেতাদের হাতে আওয়ামীলীগ নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে আজ শুক্রবার (১ এপ্রিল) চাঁপারকোনা বাজার ও আশেপাশের প্রায় ১৩০টি দোকান পাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাজার সমিতি।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টায় উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পরেশ চন্দ্র সাহা সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক চাঁপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোরদের আয়োজনে ক্রিকেট খেলা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন। উপজেলা যুবলীগের সদস্য মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠান থেকে অজয় ভৌমিককে ডেকে নিয়ে পাশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকায় অজয় ভৌমিক এর কাছে পাঁচ শত টাকা দাবী করে। ওই দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে যুবলীগ নেতারা আওয়ামীলীগ নেতা অজয় ভৌমিককে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পরেশ সাহা ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সদস্য বদিউর রহমান ফেরাতে গেলে যুবলীগ নেতারা তাদেরকেও লাঞ্ছিত করে। এ বিষয়ে সরিষাবাড়ী থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ করা হয়েছে বলে জানাগেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে শুক্রবার চাঁপারকোনা বাজার ও আশেপাশের প্রায় ১৩০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে বাজার সমিতি। এতে এলাকাবাসী ও ব্যাবসায়ীরা পণ্য ক্রয় ও বিক্রয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
বাজার সমিতির সাধারণ সম্পাদক সাকলায়েন জানান, মামুনের সাঙ্গ-পাঙ্গদের কারনে বাজারে ব্যবসা বাণিজ্য করা মুশকিল। ওরা অনেক অকারেন্স ঘটায়। এর কোন বিচার বা প্রতিকার আমরা পাইনা।
বাজার সমিতির সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুল জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য চাঁপারকোনা বাজার সমিতির পক্ষ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এ ঘটনার দল ও প্রশাসনের কাছে বিচার চাই।
এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা সহ দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিককে লাঞ্ছিত করার ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।