আদমদীঘিতে ভাগিনার ছুরির আঘাতে শিক্ষকের হাত-পা আলাদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার আদমদীঘিতে জমি-জমা সংক্রান্ত জের ধরে ভাগিনার ছুরির আঘাতে শিক্ষক আবুল কালাম আজাদের শরীর থেকে হাত-পা আলাদা হওয়ার উপক্রম। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভতি করায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির উথরাইল গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও উপজেলার সান্তাহার পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ (৪৫) এর সাথে তার আপন ভাগিনা আনোয়ার হোসেন আনার জমি-জমা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছিলো। জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে উভয় পক্ষের সমঝোতার জন্য গত ১লা এপ্রিল শুক্রবার বেলা ১১ টার সময় বসার দিন ধার্য করে। মিমাংসা না হওয়ায় সকল লোকজন চলে গেলে ভাগিনা আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে শিক্ষক আবুল কালাম আজাদের হাত-পা সহ শরীর বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে। শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভাগিনা আনোয়ার হোসেন পালিয়ে যায়।
আহত শিক্ষককে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক বলেন, ছুরির কোপে আহত শিক্ষকের ডান হাত ও পা শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করেছে।
এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।