কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপি মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম রানা, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, জেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক এলিস, কল্যাণ সম্পাদক খোকন, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ। এ সময় জেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ নির্বাচন কমিশন অথর্ব পুতুল কমিশন। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রতিটি নির্বাচনে কারচুপি করে ক্ষমতাসীন দলকে সুবিধা করে দিয়েছে। এরা ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটারবিহীন পাতানো নির্বাচন করে জনগণের আস্থা হারিয়েছে। এই পুতুল নির্বাচন কমিশন বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন বক্তারা।
‘