বাঁশঝাড়ে পড়ে ছিল কিশোরের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:৩৮ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি'র পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের হিন্দুপাড়ায় রঘুনাথ বর্মনের বাড়ির পাশে বাঁশঝাড়ে পড়ে ছিলো সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মরদেহ।
প্রতিবেশী এক মহিলা বাঁশঝাড়ে পাতা আনতে গিয়ে একটি মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে এসে পুলিশে খবর দেয়। রবিবার বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে।
নিহত কিশোর-উপজেলার বাগজানা ইউপি'র খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর বাড়ি থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার। পরে খবর পায় যে তাঁর ছেলেকে কে বা কাহারা হত্যা করেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইসতিয়াক আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।