ডা. শাহাদাতের নির্বাচনী প্রচারে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ এএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নগরীর তিনটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১১.৩০ মিনিটে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের পল্টন মোড়ে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী পোস্টার লাগানোর সময় আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলে। ধানের শীষ সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা করে মোবাইল ছিনতাই করে এবং পোস্টার বহনকারী ভ্যান গাড়িটি নিয়ে যায়, যা এখন পর্যন্ত ফেরত দেয়নি।
দুপুর ১২টায় ২৬নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের হালিশহর বি ব্লক এলাকায় মহিলা সমাবেশে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন করোনা মহামারি প্রকোপ থেকে স্বাস্থ্য সুরক্ষা পেতে গণসচেতনামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শেষে স্থান ত্যাগ করার পর নৌকা সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা আঁখি সুলতানাসহ মহিলা দলের কর্মীদের গায়ে হাত দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
ইদ্রিস আলী জানান, ৩৫নং বক্সির হাট ওয়ার্ডে দুপুর ২টায় খাতুনগঞ্জ এলাকায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে ডা. শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সাথে নির্বাচন কার্যক্রম বিষয় নিয়ে মত বিনিময়কালে পুলিশ ও ডিবি তাদেরকে ঘেরাও করে ফেলে। এতে এলাকার লোকজন ও ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার হয়।
এছাড়া ও বিকাল ৪.৩০ মিনিটে ১৮নং পূর্ব বাকলিয়ার ওয়াজাইর পাড়ায় সিএনজি করে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচার মাইকে সন্ত্রাসী হামলা করে এবং সিএনজি গাড়ি ভাঙচুর করে। উক্ত সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মী আহমেদ, যুবদল কর্মী মোহাম্মদ ফারুক ও সিএনজি চালক জাকের হোসেন গুরুতর আহত হয়।
এদিকে আজ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।