না’গঞ্জের বন্দর ও সোনারগাঁয়ের ৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ এএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৩৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার (বরখাস্ত হওয়া) মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এদের সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি গেজেট জারি করা হয়েছে। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশ অনুযায়ী গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
নারায়ণগঞ্জের ৭ জনসহ ৫২ জনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এদের সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি গেজেট জারি করা হয়েছে। এরমধ্যে সোনারগাঁও উপজেলায় ২জন ও বন্দর উপজেলায় ৫জন।
এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশ অনুযায়ী গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
নারায়ণগঞ্জে যাদের সদন বাতিল করা হয়েছে তারা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৃত ইলিয়াস মিয়া (গেজেট-১৫৩৯), তোফাজ্জল হোসেন (গেজেট-৮৯২), বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯), মৃত আলী আকবর (গেজেট-৪৭৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নং-০১৪০২০১৬৯) ও আবদুল মাজেদ (গেজেট-৩৫৫)।