কুষ্টিয়ায় জেলার চার পৌরসভার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৩:১৪ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সকল মতানৈক্য ভুলে কুষ্টিয়া জেলার সদর পৌরসভা, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালি পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দের বিজয়ী করতে দলীয় নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন বিগত জাতীয় নির্বাচনে কুষ্টিয়া সদর - ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,
কুষ্টিয়া সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
গতকাল শনিবার (৯ জানুয়ারী) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
জাকির হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ'কে বিজয়ী করতে হবে। এ কাজ কঠিন হলেও সকল বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে। মামলা হামলা যাই হোক সাহসিকতার সাথে রাজপথে থাকতে হবে, জনগণকে নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।
তিনি আরো বলেন, দলের ভিতর বিভেদ তৈরি করতে নানা কথাবার্তা, মিথ্যাচার, লেখালেখি অব্যাহত। এগুলো কুচক্রী মহলের কাজ বা হীন মানসিকতার বহিঃপ্রকাশ। সংগঠন কে সুসংগঠিত করতে আমাদের যা যা করণীয় সব কিছু আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। সবকিছুর উর্ধ্বে উঠে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে পারলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির আন্দোলন তরান্বিত হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি এবং আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বশিরুল আলম চাঁদ বলেন, আমরা জানি জনগণ ঠিকঠাকভাবে ভোট দিতে পারলে আমরাই জয়ী হব।
পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ বলেন, কুষ্টিয়া জেলার মানুষ ১৬ জানুয়ারীর নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে জালিয়াতে আশ্রয় নিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, শহর বিএনপির সংগ্রামী সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত জেলা ছাত্রদলের আহবায়ক পদ প্রত্যাশিত কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা যুবদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, সাবেক ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সদস্য সচিব পদ প্রত্যাশিত কর্মী নাহিদুল ইসলাম রুপল, আশরাফুল ইসলাম অনিক, জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক শাহ নেউয়াজ সুমন, জেলা যুবদলের সহ স্বাস্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, যুবদলের নেতা রুবেল খন্দকার, জীবন, ছাত্রদল নেতা রাহুল, আনোয়ার পারভেজ সহ অনেকে।