কারখানা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১২:৫৩ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের কোষাভাঙা গ্রামে আকিজ গ্র“পের একটি কারখানা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা তিন ফসলি জমি রক্ষার দাবি জানান।
আজ শনিবার বেলা ১২টার দিকে কোষাভাঙা গ্রামের কৃষি জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক জমির মালিক এতে অংশ নেন। পিতা-মাতার সঙ্গে মানববন্ধনে অংশ নেয় দশম শ্রেণির শিক্ষার্থী আজিমা আক্তার রিমা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজা আক্তার রুবা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাঈম, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহিম হোসেন ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিয়াসমিন আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, কারখানা স্থাপনের জন্য আকিজ গ্র“প কোষাভাঙা মাঠের চারপাশে কিছু জমি ক্রয় করে। সেখানে প্রায় ৪০ একর জমি জোর করে কিনে নিতে চায় তারা। এ জন্য তারা স্থানীয় দালালদের মাধ্যমে প্রতিনিয়ত জমির মালিকদের হুমকি ধমকি দিতে থাকে। তবে মালিকরা জমি বিক্রি না করায় আকিজ গ্র“প তাদের জমিতে ঘের নির্মাণ করছে। ঘের নির্মাণ সম্পন্ন হলে মালিকরা তাদের জমিতে যেতে পারবেন না এবং চাষাবাদ করতে পারবেন না।
কোষাভাঙা গ্রামের আলতাব হোসেন বলেন, ঘেরের ভেতর আমার ৪ একর কৃষি জমি রয়েছে। স্থানীয় দালাল নুর নবী, আব্বাস ও রাজা আকিজ গ্র“পের কাছে জমি বিক্রি করতে তাকে চাপ দিচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘের নির্মাণ করায় বিপাকে পড়েছেন রাধানাথ সরদার, মো. ফিরোজ মিয়া, আনোয়ারা বেগম, আলকাস, মঞ্জুরুল আলম, আফসার উদ্দিন, সিরাজ উদ্দিন, বাবু মিয়ার মত শতাধিক জমির মালিক। শেষ বয়সে জমি হারানোর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. জহির উদ্দিন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সদর উপজেলা নির্বাহীকে নির্দেশ দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস। নির্দেশ মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘের নির্মাণ কাজ বন্ধ করে দেন।