মানিকগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৫ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৩৭ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম জিয়াসমিন (৯)। সে কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও কোষাভাঙা গ্রামের মো. সোহরাবের মেয়ে। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মা রিনা বেগম বলেন, সকাল ১০টার দিকে জিয়াসমিনকে বাড়িতে রেখে ও বড় মেয়ে জান্নাতিকে (১১) নিয়ে মুলা উঠানোর জন্য ক্ষেতে যান তিনি। দুপুরে বাড়ি ফিরে বড় মেয়ে দেখতে পায় ঘরের ধন্নার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে জিয়াসমিন। তার চিৎকার শুনে ঘরে ঢুকে ধন্নার সাথে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান তিনি। পরে গামছা কেটে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সোহরাব জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সাইদুর, জসিম, নাছিম ও শিল্পীর সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আটিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ২৫ বার সালিশ করেছেন। গত বুধবার প্রতিপক্ষরা ঘরে আগুন ধরিয়ে দেয়। গতকাল ওরাই আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, নিহতের গলায় ফাঁসির দাগ রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।