শ্রীপুরে কৃষক পরিবারকে মামলা, হয়রানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১১:২৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরে শ্রীপুরে সাজানো মামলায় কৃষক পরিবারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। মামলার ভয়ে কৃষক পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।
উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কৃষক আতাবর রহমান জানান, আমাদের প্রতিবেশী কামরুজ্জামান খানের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গত ৭ জানুয়ারি মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা রুজু করেন। মামলায় উল্লেখ করা হয়েছে ১ জানুয়ারি সকালে আমাদের পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে থাকা আম, কাঁঠাল, লিচু, আকাশি, মেহগনি, সেগুনসহ বিভিন্ন জাতের ১২০টি গাছ কেটে নেয় যার আনুমানিক ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন এবং তাদের বসতবাড়ির চারদিকের টিনের বেড়া ভেঙে আরো ২ লাখ টাকার ক্ষতি সাধন করে মারধর করেন।
কিন্তু সরেজমিনে আজ শনিবার সকালে মামলার বাদী কামরুজ্জামানের বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে গিয়ে কোন প্রকার গাছ কাটার চিহ্ন দেখা যায়নি। এ রকম সাজানো মামলা হওয়ায় এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেন। মামলা দিয়ে পুলিশের ভয় দেখিয়ে বিরোধপূর্ণ জমিতে বসতবাড়ি নির্মাণ করছে কামরুজ্জামান খান। আতাবর রহমান আরো জানান গাছ কাটার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। গাছ কেটে নেয়া ও মারধর করার মতো কোন ঘটনা ঘটেনি। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে। আদালত আমাদের পক্ষে রায় দিলেও তারা মানতে নারাজ।
অভিযুক্ত মামলার বাদী কামরুজ্জামান খান জানান, বাদীরা যথেষ্ট খারাপ প্রকৃতির লোক। তারা ১২০টি গাছ ও গাছের মোতাসহ উঠিয়ে নিয়ে গেছে ঘটনাস্থলে এখন গাছ কাটার কোন আলামত নেই।
শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, মামলাটি তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।