ধামরাইয়ে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়-প্রশাসন নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৪৩ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
ফসলি ও কৃষি জমির উর্বর টপসয়েল যাচ্ছে ধামরাইয়ের প্রায় ৩ শতাধিক ইটভাটায় । বিলীন হয়ে যাচ্ছে কৃষিজমি। এতে প্রশাসন বা সরকারের কোন মাথাব্যথা নেই। প্রতি বছর শুল্ক মৌসুমে ধামরাইয়ের ইটভাটাগুলোতে আবাদি জমির উপরিভাগে মাটি কেটে নেয়া হয়। এ মাটির ব্যবসায় জড়িত ধামরাইয়ে প্রায় ৮ শতাধিক ব্যক্তি, ৭০/৮০ টি ভেকুর ম্যাধমে মাটি কেটে প্রতিদিন ৮০০/১০০০ টাকায় ট্রাকযোগে ইটভাটায় মাটি পৌঁছে দেয়া হচ্ছে ।
প্রতি বছর ধামরাইয়ে ৫০ হাজার হেক্টর কৃষি ও ফসলি জমির কি পরিমাণ মাটি ইটভাটায় যাচ্ছে এর কোন হিসাব নেই। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ইট তৈরির ছাড়পত্র না নিয়েই অবাধে ভাটার মালিকরা ইট তৈরি করছে। আবাদি জমির উর্বর মাটি টপসয়েল কেটে নিয়ে ইট তৈরি করায় আশপাশের আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে।
ধামরাইয়ে প্রায় ৩ শতাধিক ইটভাটায় জমির উর্বর মাটি ব্যবহারে দুই সহস্রাধিক বিঘা জমির উৎপাদন হুমকির মুখে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষিবিদরা। উপজেলার কালামপুর, নান্দেশ্বরী, শ্রীরামপুর, সুতিপাড়া কাওয়ালীপাড়া, ভালুম, জয়পুরা, নান্নার, বাড়বড়িয়া, সুয়াপুর চন্দ্রপাড়া, জালসা, মধুরআঙ্গা, বাসনা এলাকায় ৭০/৮০ টি ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকযোগে মাটি নেয়া হচ্ছে ইটভাটায়।
নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক জানান মাটি কাটায় বাধা দিলে ঠিকাদাররা বিভিন্নভাবে কৃষকদের হয়রানি করে থাকে।