জামালপুরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর, মামলায় পৌর কাউন্সিলর ইদু জেল হাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৫:০৪ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ শনিবার তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল ইসলাম খান জানান, দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের মামলায় জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে গত শুক্রবার রাতে শহরের মুসলিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক একেএম শফিকুল ইসলাম জুলহাসের কাচারীপাড়ায় চালের দোকানে ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবু ও পরিবারের সদস্যদের মারধর করে। হামলার শিকার হয়ে মাহমুদুর রহামন লাবু (৩২) মো. মামুন (৪২), মো. সাদেক (৩৫), লিটন মিয়া (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫), আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০) আহত হয়।
এ ঘটনায় মাহমুদুর রহমান লাবু বাদী হয়ে বুধবার রাতে জামালপুর সদর থানায় ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।