আলফাডাঙ্গায় সাহেদ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ পিএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুল ছাত্র সাহেদ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করছে তার পরিবার ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে এলাকাবাসী ও সাহেদ এর পরিবারের আয়োজনে উক্ত মানববন্ধন করা হয়।উক্ত মানববন্ধনে বক্তব্যদেন নিহত শেখ সাহেদ এর মাতা শিল্পি বেগম।
তিনি তার বক্তব্যে বলেন আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের সকলের গ্রেফতার ও ফাঁসি চাই। আরো বক্তব্যদেন ফুপু আছমা বেগম, চাচি সুফিয়া বেগম,মামা রমজান মোল্যা,এলাকাবাসীর পক্ষে বক্তব্যদেন ভুলু মোল্যা প্রমুখ।
উল্লেখ্য সোমবার (৩১ জানুয়ারি) প্রেম ঘটিত কারণে উপজেলার জেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের মালয়শিয়া প্রবাসী শেখ সাদী মোল্যার ছেলে ও আলফাডাঙ্গা অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের ১০ শ্রেনীর ছাত্র শেখ সাহেদ (১৭) প্রতিবেসীদের হাতে খুন হয়।
সরে জমিনে গেলে নিহতের পরিবার সাংবাদিকদের জানান, ওই দিন সাহেদ বাড়ির পাশে সুমনের দোকানের কাছে গেলে পুর্বথেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি আলম মোল্যার ছেলে ইব্রাহিম (১৬) ও আজিজুল (২৫),আলী আফজাল মোল্যার ছেলে লাদেন (২২),ফায়েক মোল্যার ছেলে সাহাবুল ওরফে (কালু) (৩২), আলী আফজাল (৫০) ও জসিম মোল্যা সহ কয়েকজন পাশের বাড়ির জসিম মোল্যার মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে শেখ সাহেদের ওপর দেশীয় অস্ত্র লাঠি দিয়ে তার মাথা এবং বাম চোয়ালে প্রচন্ড আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় তার চিৎকারে পরিবারের সদস্য’রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেলে পাঠনো হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এবং চিকিৎসারত অবস্থায় ওইদিন দিবাগত রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এ প্রতিবেদককে জানান খুনের সাথে জড়িত ইব্রাহিম ও লাদেনকে ওইদিনই আটক করে কোর্টে সপর্দ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলচ্ছে।