যশোরে প্রকাশ্যে ইউপি সদস্যকে ছুরি মেরে হত্যা, আটক- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে বাজারে সবার সামনে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাস (৫০) পাতিবিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতেই চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইউপি নির্বাচনে বিরোধের জের ও স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক চারজন হলেন সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে সদস্য পদে ঠান্ডুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিন, তাঁর ছেলে টিটো এবং তাঁদের সহযোগী আকবর আলী ও রওশন। তাঁদের সবার বাড়ি চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে পাতিবিলা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন ঠান্ডু বিশ্বাস। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি বের করে ঠান্ডুর পেটের বাঁ পাশে বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ইউপি নির্বাচনে সদস্য পদে ঠান্ডু বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রুহুল আমিন। ওই নির্বাচনে হেরে যান রুহুল। তখন থেকেই তাঁদের মধ্যে বিরোধ। এ ছাড়া ঠান্ডুর অনুসারী বাবুর একটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করেন রুহুল আমিনের ছেলে টিটো। ওই দোকানে বসে টিটো ও তাঁর লোকজন ঠান্ডুর বিরুদ্ধে নানা কথা বলাবলি করেন। এটা নিয়েও তাঁদের মধ্যে বিরোধ ছিল।
হত্যাকাণ্ডের বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচন থেকে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি। স্থানীয় বাজারের একটি দোকানঘর নিয়েও তাঁদের মধ্যে বিরোধ ছিল। মূলত স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠান্ডুকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঠান্ডুর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।