স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেয়ায় পুলিশকে হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ৯ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. আব্দুল মোমেনের বিরুদ্ধে মির্জাপুর থানায় ৫ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন এক পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার অনুসারীরা থানায় ঢুকে দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রভাবশালী ঐ নেতা ও তার অনুসারীদের চাপের মুখে অভিযোগপত্র রেকর্ড ভুক্ত না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী এবং তার পরিবার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রোয়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
শনিবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ এবং মামলার বাদী মো. সোলাইমান অভিযোগ করে বলেন, তিনি রোয়াইল দক্ষিনপাড়া বাজারের হাজী মার্কেটে মা সেনেটারী দোকানে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি তার পিতার দেওয়া ওয়াকফকৃত জমিতে রোয়াইল দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
মসজিদ কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেওয়ার জন্য দলীয় প্রভাব বিস্তার করে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি উত্তর রোয়াইল গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র মো. আব্দুল মোমেনের নেতৃত্বে আব্দুল বারেক দেওয়ান, কামাল দেওয়ান, ফিরোজ, মামুন সিকদার, আব্দুল জলিল দেওয়ান, শামসুল দেওয়ান, ফরহাদ খান ও সাইফুলসহ মা সেনেটারী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গত ১১ ডিসেম্বর ব্যবসায়ী সোলাইমানের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন।
চাঁদা না দিলে দোকানপাট লুটপাটসহ তাকে খুন করে লাশ গুম করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেন। চাঁদাবাজদের ভয়ে এলাকার মাতাব্বরগন ন্যায় বিচার করতে পারেনি। নিরুপায় হয়ে মো. সোলাইমান গত ১৪ ডিসেম্বর টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. আব্দুল মোমেনকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন ও এসআই মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান।
এদিকে চাঁদাবাজির অভিযোগ হয়েছে এবং এলাকায় পুলিশ গেছে এই খবর পেয়ে প্রভাবশালী স্বেচ্ছাসেবকলীগের নেতা আব্দুল মোমেনের অনুসারীরা মির্জাপুর থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাদের নানা ভাবে গালিগালাজ ও হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালী স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মোমেনের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। হঠাৎ করে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নামে বেনামে রয়েছে একাধিক ফ্লাট, আলিশান বাড়ি, দামী গাড়ি। টাকা ও ক্ষমতার জুড়ে সর্বশেষ ভাগিয়ে নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতির পদও। এলাকাবাসি তার অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বাদীর সঙ্গে আমার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন তিনি এলাকাতেও ছিলেন না। মিথ্যা ও সাজানো চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন। তাকে সামাজিক ভাবে হেয় করার জন্য চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগি পরিবার বাদী হয়ে আব্দুল মোমেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে। উভয় পক্ষ ঘটনার মিমাংসার চেষ্টা করছেন। মিমাংসা না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বলেন, তার কাছে এখনও অভিযোগ আসেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।