নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা, ৩ মাসেই হবে থানা ও পৌর কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ পিএম, ৯ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১১:০৯ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদনের পর প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মাসদাইরে খন্দকার বাড়ির মজলুম মিলনায়তনে এ সভা শুরু হয়।
নতুন কমিটির আহ্বায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকারের সভাপতিত্তে ও সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মো. নাছির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা, সদস্য আবুল কালাম আজাদ বিশ্বাস, নজরুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, নুরুন্নাহার প্রমুখ।
সভায় ৪১ সদস্যবিশিষ্ট কমিটির ৩৯ জন সদস্য উপস্থিত হয়েছেন বলে জানান তৈমুর আলম খন্দকার। সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদ জানান, কমিটি অনুমোদনের পর এটাই প্রথম সভা।
তৈমুর আলম খন্দকার বলেন, সকলের বক্তব্য শোনা হচ্ছে। জেলা বিএনপিকে মডেল হিসেবে তৈরি করার চিন্তা করছি। দলীয় নেতাদের মূল্যায়ন, সরকারি দলের সাথে আতাত করে চলা নেতাকর্মী খুঁজে বের করার চিন্তা করছি। সবই গণতান্ত্রিক ভিত্তিতে হবে। দলের জন্য যারা কাজ করে তারাই মূল্যায়িত হবে।
সকলের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে পাঁচটি থানা কমিটি ও পাঁচটি পৌরসভা কমিটি গঠন করার কথা জানিয়ে মামুন মাহমুদ বলেন, যারা যোগ্যতার সাক্ষ্য রাখছে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে। কেন্দ্র থেকে অর্পিত দায়িত্ব পালনে কাজ করছেন বলে জানান।