আড়ানী পৌর নির্বাচন, দু সাংবাদিকসহ নারী নেত্রীর ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ এএম, ৯ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:০৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দ্বারা দুই সাংবাদিকসহ নারী নেত্রী হামলার শিকার হয়েছে।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) বেলা ২টার দিকে শাহাপুর ও পিয়াদাপাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর কর্মী-সমর্থকরা এই হামলা করেন। এই হামলায় আহত হয় দু সাংবাদিকসহ নারী নেত্রী। আহত সাংবাদিকরা হলেন-মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল ও দীপ্ত টিভির ক্যামেরাপার্সন ইসলাম উদ্দিন।
এতে রুবেলের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। এসময় রুবেলের ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। গণসংযোগকারী রাজশাহী জেলা যুব মহিলা লীগের এক নারী কর্মীর শাড়ি ধরে টেনে-হেঁচড়ে তাকে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে ঘটনার পরে স্থানীয় লোকজন গিয়ে দু সাংবাদিক ও নারী নেত্রীকেসহ লাঞ্ছিতের শিকার যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্ধার করেন। তবে এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অংশ নিয়েছেন শহীদুজ্জামান শাহীদ, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তোজাম্মেল হক এবং স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী হলেও পুলিশ তাকে নানাভাবে সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান শাহীদ।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনটি জানার পর পুলিশ পাঠিয়ে দেয়া হয়। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিব।