গণতন্ত্রকে মুক্ত করতে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান মেয়র প্রার্থী বাচ্চুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
স্বৈরতন্ত্রের বীভৎস বন্দিশালা থেকে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে মুক্ত করে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক সাম্য ও বহু মত ও পথের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অতীতের মতো আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকে ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ আইনজীবী ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মীর রুহুল আমীন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট দুলালের পরিচালনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু বলেন, পৌরসভা নির্বাচনে ধানের শীষের গণজোয়ারের ঢেউ লেগেছে, আর তাতেই নিশিরাতের ভোট ডাকাতির সরকারের মেয়র প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে, তিনি আবোলতাবোল কথা বলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, নৌকার মার্কার লোকজন ধানের শীষের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলছে, প্রচার মাইকিংয়ে বাঁধা দিচ্ছে, ধানের শীষের কর্মী সমর্থকদের মারধর করছে, হুমকি ধামকি দিচ্ছে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ধানের শীষের বিপুল বিজয় হবে- ইনশাল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন জেষ্ঠ্য আইনজীবি ও সাবেক জিপিপি এডভোকেট আমান উদ্দীন মন্ডল, জেষ্ঠ্য আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি মোবারক আলী, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, কামারখন্দ উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, এডভোকেট কেএম রায়হান ও এডভোকেট লিটন।
এর আগে সকালে বিএনপি মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু আইনজীবী ও আইনজীবী সহকারীদের কাছে গিয়ে তাদের নিকট ধানের শীষে ভোট প্রার্থীনা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিক সরকার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তফা হাসান লেলিন, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসনে রাজেশ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ আরো অনেকে।