গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা, আহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৯ এএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরে দোকানে হামলা চালিয়ে ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌর সদরের বানিজ্যনগরী চাঁচকৈড় বাজারের সুমাইয়া সু ষ্টোরে এই হামলা চালানো হয়।
এতে দোকান মালিক দুলাল খলিফা (৫৫) ও তার ছেলে বাবলু খলিফা (২৫), কর্মচারী সুলতান (৩০) এবং শাহিন (৩২) কে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এসময় দোকানও ভাংচুর করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সুমাইয়া সু ষ্টোরের মালিক দুলাল খলিফার ছেলে বাবলু খলিফার সাথে স্থানীয় সওদাগর পাড়ার মোহন সওদাগরের পাওনা দুই হাজার টাকা নিয়ে কথাকাটাকাটি হয়।
এ সময় বাবলু খলিফা সওদাগরদের নিয়ে নানা কটুক্তি করে। এরই এক পর্যায়ে মোহন মোবাইল করে অন্যদের বিষয়টি জানায়। পরে বেশ কয়েকজন যুবক ঘটনাস্থলে লাঠিসোটা নিয়ে পৌঁছে বাবলু খলিফা ও তার বাবাসহ আরও দুই কর্মচারীকে এলোপাথারি পিটিয়ে আহত করে। হামলার ঘটনায় চাঁচকৈড় বাজারে হাট বার থাকায় চরম আতংকের সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।