ঘাটাইলে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০২ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কে. নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার মোট ২৯টি স্কুলের তিন শতাধিক ৬ষ্ঠ ও ৭তম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল ইসলাম মিয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মো. শামীম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জত হোসেন। শাজাহান আকন্দ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কে. নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন, কে. নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সভাপতি আব্দুর রহিম মিয়া (পাতা), বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নাহার, মো. আসাদুজ্জামান শাহীন, হাফিজুর রহমান ভূঁইয়া, সমাজসেবক মো. মোমরেজ আলী, বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্পপতি শামীম মিয়া বলেন, আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন থেকে প্রতিবছর দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করে থাকি। শীতবস্ত্র, ত্রাণসামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়া-লেখার খরচ বহন, কন্যা দায়গস্ত পিতাকে আর্থিক অনুদান প্রদান সহ প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে আসছি।