কমলনগরে ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন বিকল্পধারার নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৫০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কৃষক পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা ও এলাকাবাসীর দীর্ঘ ৫০ বছরের চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক আবদুর রহিমের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী নুর আলম ক্ষোভ প্রকাশ বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিকল্পধারার নেতা আবদুর রহিম আমাদের চলাচলের পথটি গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয়। আমাকে ও আমার পরিবারে লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মামলা দিয়ে আর্থিক ক্ষতি করে এবং আমাকে হুমকিতে অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।
স্থানীয় লোকজন জানান, ২০/৩০ টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়ায় তারা ঘুরে যেতে হয়। এতে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে বিকল্পধারা বাংলাদেশ কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, গাছটি কে বা কারা কেটেছেন জানি না; আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন তারাই বিদ্যুতের লোক দিয়ে গাছ কেটেছেন ।
হাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) মো.এমদাদুল হক জানান, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।