ঘূর্ণিঝড় আম্পান ও অতি জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:০০ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
পাইকগাছার দেলুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্পান ও পরবর্তী অতি জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান ও কাজের বিনিময়ের অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম এ্যাপস এর মাধ্যমে যুক্ত হন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কু-, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, সুকুমার কবিরাজ, আশীষ কুমার হালদার, বিশ্বজিৎ রায়, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী, কারিতাসের প্রোগ্রাম কর্মকর্তা আবু তাহের, লুইস ও চিন্ময়।
অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের প্রত্যেককে ৪ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে ১২৫জন উপকারভোগীর মাধ্যমে পারমধুখালী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়।