পাইকগাছায় কাঠ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ এএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৩৮ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
পাইকগাছায় কাঠ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আব্দুল্লাহ গাইন (২৫) নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম রনি বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা করেছেন।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলা ফকিরাবাদ গ্রামের লিয়াকত মোড়লের ছেলে রফিকুল ইসলাম রনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। সে বরিশাল থেকে ট্রলার যোগে বিভিন্ন প্রজাতির লক কাঠ এনে নদী পথে এলাকার বিভিন্ন স্থান বিক্রি করে থাকে।
বুধবার দিবাগত ভোর রাতে সে কাঠের নৌকা নিয়ে কুমখালীস্থ অচিন্ত মাস্টারের বাড়ীর সামনে নদীর কিনারায় নোঙর করে অবস্থান নেয়। এ সময় এলাকার ৩ ব্যক্তি ট্রলারে উঠে রফিকুলকে ভয়ভীতি দেখিয়ে কাঠ বিক্রয়কৃত নগদ টাকা ও অন্যান্য মালামাল জোরপূর্বক কেড়ে নিয়ে চলে যায়।
এ ঘটনায় রফিকুল বাদী হয়ে গড়ইখালী গ্রামের সাত্তারের ছেলে হাসান (৩৫), সোহরাব আলীর ছেলে সৈকত সরদার (২০) ও আলী গাইনের ছেলে আব্দুল্লাহ গাইন (২৫) কে আসামী করে থানায় মামলা করে। যার নং- ০৩, তাং- ০৬/০১/২০২১ ইং।
এদিকে ওসি এজাজ শফী জানিয়েছেন, পুলিশ অভিযান চালিয়ে পৌর সদর থেকে মামলার ৩নং আসামী আব্দুল্লাহ গাইনকে আটক করেছেন ।