লালপুরে নিজস্ব অর্থায়নের নামে সরকারি কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৩ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুরে নিজস্ব অর্থায়নের নামে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে একটি বেসরকারী সংস্থা ' ওয়ালিয়া তরুন সমাজ' এর বিরুদ্ধে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও সচেতন মহলে চলছে সমালোচনা।
জানা যায়, সংস্থার সভাপতি আশিকুর রহমান টুটুল লালপুর উপজেলা প্রশাসনের কাছ থেকে ২০ টি কম্বল নেয়। এর পরে বুধবার (২৭ জানুয়ারি) রাতে সেগুলো থেকে কয়েকটি কম্বল বিতরণ করে তারা। পরে 'লালপুর সংবাদ' নামে স্থানীয় একটি অনলাইন পত্রিকায় ' রাতে শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির ওয়ালিয়া তরুন সমাজ' শিরোনামে খবর প্রকাশিত হয়। সেখানে কম্বল গুলো নিজস্ব অর্থায়নে বিতরণের কথা বলা হয়। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে পরে ওই খবরে এডিট করে নিজস্ব অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহায়তায় বিতরণের কথা লেখা হয়।
বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রশ্ন উঠে কি ভাবে সরকারি কম্বল একটি বেসরকারি সংস্থা নিজস্ব অর্থায়নে বিতরণ করে? খোজ নিয়ে জানা যায় সংস্থাটি প্রতি বছর এ ভাবে সরকারি কম্বল গ্রহন করে।
এবিষয়ে তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান টুটুল সরকারি কম্বলের কথা স্বীকার করে দম্বের সহিত বলেন ' সরকারি কম্বল ঠিক আছে, তাতে আমি কি করবো? মামলা করবেন না কি'?
এবিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সরকারি কম্বল কোন বেসরকারি সংস্থার পাওয়ার কথা নয়, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী তরুণ সমাজকে কম্বল দেয়ার কথা অস্বীকার করলেও ২০ টি কম্বল দেয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।