বগুড়ায় বেগম মার্কেটে দোকানঘর ফিরে পেতে ব্যাবসায়ী পরিবারের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ এএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:২৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়া শহরের চেলোপাড়া এলাকার মোঃ শফিকুল ইসলাম সোনা মিয়া এবং মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে শহরের চাঁদনীবাজারে বেগম মার্কেটের ৭টি দোকান দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একদল লোক দোকানে প্রবেশ করে কর্মরতদের বের করে দিয়ে উল্লেখিত দোকানগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছে বলে শহরের ফুলবাড়ীর মোঃ আবু বক্কর সিদ্দিক বগুড়া সদর থানায় অভিযোগ করেছেন।
এদিকে দোকানঘর ফিরে পাবার দাবীতে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী পরিবার আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত থেকে মার্কেটের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
ভুক্তভোগী ফুলবাড়ীর মোঃ আবু বক্কর সিদ্দিক বগুড়া সদর থানায় দাখিলকৃত অভিযোগে উল্লেখ করেছেন, ১৯৮৬ সাল হতে গোলাম আজম খানের নিকট হতে পজেশন সহ ভাড়া নিয়ে উক্ত দোকানঘর গুলিতে ব্যবসা করিয়া আসিতেছি।
তিনি আরো উল্লেখ করেন, ২০১১ সালে বগুড়ার চেলোপাড়ার শফিকুল ইসলাম সোনা মিয়া ও আব্দুল মতিন ক্রয় করার পর তাদেরকে ভাড়া দিতে চাইলেও তারা তা নিতে অস্বীকার করেন। এ অবস্থায় তাদের নামে হাউজরেন্ট কন্ট্রোলে দোকান ঘরভাড়ার অর্থ জমা প্রদান করে আসছে। হঠাৎ করেই বৃহস্পতিবার শহরের চেলোপাড়ার মোঃ শফিকুল ইসলাম সোনা মিয়া এবং মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে শহরের একদল লোক সকাল ১১ টার দিকে চাঁদনীবাজারে বেগম মার্কেটের ৭টি দোকানে প্রবেশ করে কর্মরতদের বের করে দিয়ে উল্লেখিত দোকানগুলিতে তালা ঝুলিয়ে দেয়।
এসময় লক্ষ লক্ষ টাকার মালাপত্র, ব্যাংকের চেক, প্রয়োজনীয় দলিলপত্রাদি এবং নগদ অর্থ তছনছের ঘটনা ঘটে। এ ঘটনায় বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সুষ্ঠ সমাধান করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।