লাকসামে ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দিলো অজ্ঞাত দূর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন (৫৫) কে বৃহস্পতিবার রাতে বাড়ী যাওয়ার পথে মুখোশ পড়া অজ্ঞাত দূর্বৃত্তরা বেদম মারধর করে হাত পা ভেঙ্গে দিয়েছে। ওই ব্যবসায়ী কামাল উদ্দিনের বাড়ী পৌর এলাকার ২নং ওয়ার্ড ডুরিয়া বিষ্ণুৃপুরে। তিনি ঐ গ্রামের মৃত আলী নোয়াজ মাষ্টারের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল উদ্দিন জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত প্রায় ১০.৩০ ঘটিকার দিকে দোকান বন্ধ করে নিজের মোটর সাইকেল যোগে নিজ গ্রামের বাড়ী ডুরিয়া বিষ্ণুপুরে যাওয়ার পথে কাশেম ডিলারের বাড়ীর উত্তরে দিকে বাগান বাড়ী নামকস্থানে পৌঁছা মাত্রই মুখোশধারী ৭/৮ জন যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
এক পর্যায়ে আমিসহ মোটর সাইকেলে থাকা শিক্ষক হাবিব মাটিতে পড়ে গেলে ওইসব দূর্বৃত্তরা এলোপাথাড়ি আমাকে পিটাতে থাকে। এতে আমার দু’হাত পা ভেঙ্গে যায় এবং আমার সঙ্গে থাকা শিক্ষকটিকেও তারা বেদম মারধর কওে গুরুতর আহত করে। দূর্বৃত্তরা আমার কাছে থাকা সারাদিনের দোকানের মালামাল বিক্রির প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায় এবং আমার মোটর সাইকেলটি ভাংচুর করে ফেলে। আমার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ও ওই এলাকার সড়ক দিয়ে যাত্রী নিয়ে আসা অটোরিক্সা ঘটনাস্থলে আসামাত্র ওই দূর্বৃত্তরা সিএনজি নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষনিক আমাকে পৌরশহরের বাইপাস এলাকায় ট্রমা হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কিংবা ঢাকায় নেওয়ার ব্যবস্থা করছেন স্বজনরা। এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যবসায়ীনেতাকে অবগত করেছি এবং আইনগত ব্যবস্থা নেয়ারও ২/১ দিনের মধ্যে প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য এ ঘটনাটি স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তির কাছে ওই ব্যবসায়ী কামাল উদ্দিন দোকানের পাওনা মোটা অংকের টাকা নিয়ে দন্দ্বের জের ধরে ঘটতে পারে বলে ধারনা করছেন ভুক্তভোগীর স্বজনরা।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আলহাজ্ব খলিলুর রহমান মুঠোফোনে জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে ভুক্তভোগীদের কেউ এখনো আমাকে কিছু জানায়নি। এছাড়া ওই বাজারের একাধিক ব্যবসায়ী নেতাদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।