নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ নিহত-১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ পিএম, ৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০০ এএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘সেফ ইট ফার্স্ট ফায়ার প্রটেকশন’ নামক একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে রফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুর ১টার দিকে জেলা পরিষদ সংলগ্ন বিলাস নগর এলাকায় এ বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। বিষ্ফোরণে নিহত ওই ব্যাক্তির শরীরের উপরের কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায় বলে স্থানীয় জানিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে সাত তলা ভবনের নিচতলার ওই দোকানটিতে অগ্নিনির্বাপন যন্ত্র তৈরি ও গ্যাস রিফিলিংয়ের কাজ করতেন নিহত ব্যক্তি। দুপুরে কর্মরত অবস্থায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। তার মাথা ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ড জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।