টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৪৫ শিশু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঝিনাইদহের শৈলকুপায় শিশুদের নিয়মিত নামাজ আদায় ও নামাজের প্রতি ভালোবাসা জাগাতে পুরুস্কার স্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৪৫ জন শিশু পেয়েছেন বাইসাইকেল।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) জুম্মার দিনে শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে বাংলাদেশ দাওয়াহ সার্কেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।
এছাড়া জামায়াতে নামাজ আদায় করার জন্য আরো ৩০ জনকে ব্যাগ উপহার দেওয়া হয়েছে। তৃতীয় পুরস্কার হিসেবে ১৩ শিশুকে নানা উপকরণ দেওয়া হয়েছে।
ব্যতিক্রম এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আক্তার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. ডঃ আ স ম শোয়াাইব আহমাদ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ত্রিবেনী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল লতিফ মন্ডল ও বঙ্গবন্ধু হলের ইমাম মওলানা মনিরুজ্জামান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেখপাড়া মসজিদের ইমাম মুফতি মাহফুজুর রহমান হাকিপুরী, আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আল হাদি, আনন্দনগর ইসলামনগর আনু মিয়া জামে মসজিদ ইমাম আবু মুসা ও পদমদী মসজিদের ইমাম আবু ইউসুফ।
আয়োজক কমিটির আহ্বায়ক শাখওয়াত হোসেন বলেন, টানা চল্লিশ দিন জামায়াতে নামাজ আদায়ের জন্য মূলত এই প্রতিযোগিতার আয়োজন। এখনকার তরুণ প্রজন্ম মোবাইলে নানা খেলায় আসক্ত। মাদক ও ান্যায় কাজের সঙ্গে জড়িয়ে বিপথগামী হচ্ছে। আনন্দনগর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক আব্দুল লতিফ বলেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে আগ্রহ বাড়বে।