শৈলকুপায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৫ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান স্বপন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত স্বপন সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে। স্থানীয়রা জানায়, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা স্বপনকে কুপিয়ে হত্যা করে। স্বপন বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিল।
নিহতের বোনজামাই লিমন হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার্ড করা হলে সেখানে তার তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত একজন মারা গেছে। এর সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।