ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩৬ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১১জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া ও গোয়ালদী গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে নগরকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার পুরাপাড়া বাজারে বুধবার সকাল ৯টার দিকে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে হৃদয় মোল্যার সাথে মেহেরদিয়া গ্রামের স্বপন মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বরের কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে মেহেরদিয়া গ্রামবাসী ও গোয়ালদী গ্রামবাসী দেশীয় অস্ত্র ঢাল সড়কি রামদা ইটপাটকেল নিয়ে দুই গ্রামের মাঝামাঝি জায়গায় একটি পেয়াজের ক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের অন্তত ১১ জন আহত হয়। নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মেহেরদিয়া ও গোয়ালদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় দুই পক্ষের মাতুব্বর ও সমর্থকদের বুঝিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি।
এ সংঘর্ষ থামাতে নেতৃত্ব দেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। তিনি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় এ সংঘর্ষ থামাতে সক্ষম হয় পুলিশ। পরে দুই পক্ষের মাতুব্বরদের নিয়ে বিরোধ মেটানোর জন্য উদ্যোগ নেবেন ইউপি চেয়ারম্যান।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, এ সংঘর্ষের ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিবাদমান কোন পক্ষই থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।