সড়কে নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৩ এএম, ৬ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
সড়কে থামছে না লাশের মিছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। আজ বিভিন্ন জেলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রাজধানীর মিরপুরে এক অভিনেত্রী, ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত নারী, গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিশু, জয়পুরহাটে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি, লক্ষ্মীপুরে যুবক, বাগেরহাটের ফকিরহাটে ভ্যানচালক, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল চালক, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী, যশোরে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
ঢাকা : রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন। গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। গণমাধ্যমকে নাট্যনির্মাতা রোমান রুনি জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ইসাহাক আলী (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নন্দুয়ার ইউপির সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ছিলেন। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন। পথে বলিদ্বারা বাজার অতিক্রম করার সময় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে রওয়ানা হওয়ার পথে সেতাবগঞ্জ নামক এলাকায় তার মৃত্যু হয়। ওসি বলেন, 'ঘটনাস্থল থেকে নছিমনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অজ্ঞাত (৪০) এক নারী যাত্রীর মৃত্যু হয়। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বিচিত্রা চক্রবর্তী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত বিচিত্রা চক্রবর্তী দাসেরহাট গ্রামের বশিষ্ট চক্রবর্তীর মেয়ে। পরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, বিকালে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত বিচিত্রা চক্রবর্তীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পিকআপটিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিব হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে বসা মানিক হোসেন (৩১) নামের আরেক যুবক গুরুতর আহত হন। উপজেলার শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে জয়পুরহাট-হিলি সড়কে গত সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিব হোসেন বগুড়ার উপশহরের মৃত গোলাম রব্বানীর ছেলে এবং আহত মানিক হোসেন একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, সোমবার বিকেলে আশিব ও মানিক মোটরসাইকেলে করে দিনাজপুরের হিলি বাজারে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আশিব হোসেনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন মানিক হোসেন। পরে আহত মানিককে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লক্ষীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবলীগ কর্মী রকি পণ্ডিত (৩৫) মারা গেছেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর বাজারের পূর্ব মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রকি। তিনি দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় রকি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আলীপুর বাজারের পূর্ব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে রকির মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হাওলাদার খুলনা শহরের বানিয়াখামার এলাকার শহীদ আবুল সড়কের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ ভ্যানটি কেটে চালক ইমরানকে বের করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ শহীদুল হক নবী (৪৮) ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে দশটার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে হাটুরিয়া এলাকায়। নিহত মোঃ নবী হোসেন উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই আরোহীসহ নিহত নবী হোসেন মোটরসাইকেল যোগে রাত সাড়ে দশটার দিকে গফরগাঁও টু ভালুকা রোডে যাওয়ার পথে হাটুরিয়া এলাকায় গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নবী হোসেনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় ও মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-দেউন্দি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ফরিদ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ডাকিজাঙ্গাল গ্রামের হাজী লাল মিয়ার ছেলে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দি সড়ক সংযোগস্থলে সিলেটগামী একটি মাইক্রোবাস শায়েস্তাগঞ্জগামী মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়কে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আহত ফরিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ফরিদ মিয়ার মৃত্যু হয়।
যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল এগারোটায় ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে খাইরুল ইসলাম (৬০) নিহত হন। যশোর সদরের নতুনহাঁট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম সদর উপজেলার নারানগালি গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। নিহত খাইরুল ইসলাম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যক্ষদর্শী সিদ্দিক হোসেন জানান, সোমবার সকাল এগারোটায় খাইরুল ইসলাম যশোর-বেনাপোল রোডে ভ্যান চালিয়ে নতুনহাঁট বাজারে দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যান। মোটরসাইকেল চালক দুর্ঘটনার খুব বেশি আহত হননি, এসময় মোটরসাইকেল চালক তাৎক্ষণাৎ সে অবস্থায় মোটরসাইকেল টান দিয়ে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে। যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত অপারেটর জানান, নিহতের ময়নাতদন্ত হওয়ার পরে মামলার প্রক্রিয়া শুরু হবে।