শাজাহানপুরে সন্ত্রাসী নাজমুল ছুরিকাহত, গ্রেফতার- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী নাজমুল হক (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া নাজমুলের বসতবাড়ির পিছনে ফসলশূণ্য জমিতে এ হামলার ঘটনা ঘটে।
নাজমুল আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের মোহসীন আলী পুত্র। এ ঘটনায় থানা পুলিশ ওই রাতেই ৪ জনকে গ্রেফতার করেছে। নাজমুল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের একজন সক্রিয় কর্মী। এলাকার মানুষের কাছে সে চাকু নাজমুল হিসেবে পরিচিত। শাজাহানপুর থানায় তাঁর নামে ৪টি মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সন্ত্রাসী নাজমুল আশেকপুর ইউনিয়নের একটি আতংকের নাম। সব সময় সে চাকু নিয়ে চলাফেরা করে। এ কারণে তাঁর ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায় না। প্রায় প্রতিনিয়ত সন্ধার পর সে মদ্যপান করে মাতাল অবস্থায় সাধারণ মানুষকে চাকু বের করে ভয়ভীতি দেখায়। ইতিপূর্বে নাজমুল বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে ছুরিকাঘাত করেছে। এসব কারণে এলাকাবাসী তাঁর অত্যাচারে অতিষ্ঠ।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধার পর নাজমুল মদ্যপান করে তাঁর বাড়ির সামনে রাস্তার উপর পাশ্ববর্তী শাহপাড়া গ্রামের কয়েকজন লোককে পথরোধ করে গালিগালাজ করেন এবং ইউপি সদস্য সোহেলসহ কয়েকজনকে মারপিটও করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহপাড়া গ্রামের ২৫/৩০ জন রাত সোয়া ৮ টার দিকে লাঠি-সোঠা দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে নাজমুলের ওপর হামলা চালায়। হামলায় নাজমুলের বুকে ও পায়ে ৪টি ছুরিকাঘাতের পাশাপাশি শরীরের বিভিন্নস্থানে বেদম মারপিট করা হয়। আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন নাজমুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবণতি দেখা দিলে ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ছুরিকাঘাতের কারণে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় বর্তমানে তাঁর অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় নাজমুলের পিতা মোহসীন আলী বাদী হয়ে আজ শনিবার শাজাহানপুর থানায় ১৩ জনকে এজাহারনামীয় ও ৫/৬ জনকে বেনামীয় করে মামলা করেন। থানা পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, আশেকপুর শাহপাড়া গ্রামের মাহমুদুল হাসান জামিল(২২), তানভিরুল কবির তুহিন(৩৭), আব্দুল রাশেদ(২০) ও হাসিবুল হাসান জিতু(২২)। গ্রেফতারকৃতদের আজ শনিবার ওই মামলায় চালান দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন, নাজমুলকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলার ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো বলেন, নাজমুল একজন চিহিৃত সন্ত্রাসী। তাঁর নামে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে থানায় ৪টি মামলা রয়েছে।