ভোলায় ৩ কোটি টাকা মূল্যের ৩ টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:১৮ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
ভোলায় সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার খেয়াঘাটে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
সোমবার (৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাচারকারীরা বন্যপ্রাণী পাচার করছে। পাচারকারীরা চরনোয়াবাদ এলাকার খেয়াঘাটে ব্রিজের কাছে অবস্থান করছে। সংবাদ পাওয়ার সাথে সাথেই অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি তিনটি তক্ষক ফেলে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
সোমবার সকালে তক্ষক তিনটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত (তক্ষকটি) ছিল গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতির প্রাণী। এটির আনুমানিক মূল্য তিন কোটি ত্রিশ লাখ টাকা বলে জানিয়েছেন বনবিভাগ।
ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, কোস্টগার্ড ৩টি তক্ষক উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে প্রাণীটিকে অবমুক্ত করা হবে। তক্ষকগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ত্রিশ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।