শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল ১ দিন পর আবারও শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
শেরপুর থেকে দূরপাল্লার বাস ধর্মঘটের ২৪ ঘন্টার মধ্যেই ফলপ্রসূ আলোচনা হওয়ায় আবার চালু হয়েছে বাস চলাচল। গতকাল সোমবার সকালে শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে সোনার বাংলা সার্ভিস ও নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে অন্যান্য সার্ভিসের বাস চালুর মধ্য দিয়ে ধর্মঘটের অবসান হয়।
বাস কোচ মালিকরা জানান, ১৯৯৪ সালে শেরপুর-ঢাকা মহাসড়কে ড্রিমল্যান্ড পরিবহন বাস সার্ভিসটি চালু হয়েছিল। এটি জেলার অনেক পুরনো একটি বাস সার্ভিস। উন্নত মানের যাত্রীসেবা প্রদানের লক্ষ্য নিয়ে গতকাল ৩ জানুয়ারি রবিবার নতুনভাবে বাস সার্ভিসটি ড্রিমল্যান্ড পরিবহনের স্পেশাল সার্ভিস-এর যাত্রা শুরু করে। কিন্তু ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র সেতুতে শেরপুরের এ বাসগুলো আটকে দেয়া হয়।
এর প্রতিবাদে গতকালই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। ময়মনসিংহের বাস মালিক সমিতির সঙ্গে শেরপুরের মালিক সমিতির আলোচনা সাপেক্ষে ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিসটি পুনরায় চালু করার আশ্বাস দেয়ার পর বাস কোচ মালিকরা তাদের বাস কোচ আবার চালানোর সিদ্ধান্ত নেয়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন ড্রিমল্যান্ড পরিবহনের স্পেশাল সার্ভিসটি বন্ধ রয়েছে। এ নিয়ে এখনো মালিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো: ছানোয়ার হোসেন ছানু জানান, ময়মনসিংহে আমাদের নতুন সার্ভিসটি চালাতে বাধা দেয়ায় শেরপুরের বাস কোচ মালিক বিচ্ছিন্নভাবে বাস চলাচল বন্ধ রেখেছিল। আজ থেকে আবার তা চালু হয়েছে।