দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রচারণা জমজমাট : বিএনপির প্রার্থী এগিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৫১ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রচারণা জমজমাট। মাইকের আওয়াজে কান ঝালাপালা। সমর্থকদের বিভিন্ন স্লোগানে স্লোগানে গানে শহর তুঙ্গে। চার প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এখন পর্যন্ত ধানের শীষ মার্কার প্রচারণা এগিয়ে আছে।
দিনাজপুর পৌরসভায় এবার ৫ জন মেয়র প্রার্থী। বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ, আওয়ামী লীগের রাশেদ পারভেজ নৌকা মার্কা, কমিউনিস্ট পার্টির অ্যাড. মেহেরুল আসলাম কাস্তে মার্কা, আহম্মেদ সফি রুবেল লাঙ্গল মার্কার মধ্যে চূড়ান্ত লড়াই হবে।
বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম তৃতীয় বারের মত মেয়র প্রার্থী হয়েছেন। শহর জুড়ে ভোটারদের মধ্যে আলোচনা হচ্ছে সৈয়দ জাহাঙ্গীর আলম হ্যাটট্রিক করবেন। সকলের মুখে জাহাঙ্গীরর কথাই শোনা যাচ্ছে। তবে প্রচারণায় কেউ পিছিয়ে নেই। আওয়ামী লীগ স্লোগানে বলছে শেখ হাসিনার কথা আর বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার কথা। ধানের শীষ মার্কার জোয়ার বেশি। দিনাজপুর পৌরসভার মাটি বিএনপির ঘাঁটি-দিনাজপুর পৌরসভার মাটি খালেদা জিয়ার ঘাঁটি।