নির্বাচনে ষড়যন্ত্র হলে চট্টগ্রামে জ্বলবে আন্দোলনের দাবানল : শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৩ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গণতন্ত্র, ভোটাধিকার রক্ষার শপথ নিতে হবে। ভোট আপনার পবিত্র আমানত। ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে আপনাকে ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে হবে। বহিরাগত কোনো সন্ত্রাসী দেখলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় নগরীর জামালখান ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা. শাহাদাত প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করুন। দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। দয়া করে আপনারা তাদের পক্ষ নেবেন না। চসিক নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করুন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। যদি কোনো ষড়যন্ত্র বা ফরামায়েশি ফলাফল ঘোষণা করা হয় তাহলে চট্টগ্রাম থেকে আন্দোলনের দাবানল সৃষ্টি হবে, যার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। ২১ নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, জাকির হোসেন, কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, কামাল হোসেন, বেলাল উদ্দিন, মো. আলমগীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।