শাজাহানপুর থানায় নবাগত ওসি’র যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪৮ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশের একটি আলোচিত থানা বগুড়ার শাজাহানপুর। এ থানা এলাকার বেশ কয়েকটি ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। যার মধ্যে অন্যতম হল, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হুসাইন সাইদীকে চাঁদে দেখার গুজব, হলি আর্টিজানে জঙ্গি হামলার এক সদস্যের বাড়ি এ এলাকায়।
এছাড়াও ফুলতলা মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর এক বিশাল সমাবেশ ঠেকাতে গিয়ে হাজার হাজার জনতার রোষানলে পড়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) এলাকায়। এ কারণে বিএনপির উর্বর ঘাঁটি বলা হয় এ এলাকাকে। সরকার বিরোধী যে কোন আন্দোলনের কর্মসূচি এ এলাকায় থেকে জোরদার ভাবে পালন হয়। আন্দোলন থামাতে পুলিশ প্রশাসনের হিমশিম খেতে হয়। বিগত সরকার বিরোধী আন্দোলনে রেকর্ড সংখ্যক নাশকতার রাজনৈতিক মামলা এ থানায় দায়ের করা হয়েছিল ।
সোমবার আলোচিত ও সমালোচিত এই থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে যোগদান করেছেন আব্দুল্লাহ আল-মামুন। যোগদানের পূর্বে তাঁর কর্মস্থল ছিল সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়। জন্মস্থান সিলেট জেলায়।
যোগদানের পর দুপুরে তিনি তাঁর কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, চুরি, ডাকাতি বন্ধ করাসহ ও শতভাগ অপরাধ মুক্ত শাজাহানপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরো বলেন, শাজাহানপুরের মানুষ যেন নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারে এ জন্য আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করবেন।
সভায় নবাগত ওসি স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও নবাগত ওসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।