বরিশালে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৩৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বরিশালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে গ্রেপ্তারের তিন দিন পর যুবক রেজাউল করিম ওরফে রেজার (৩০) মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষানবিশ আইনজীবীরা। তাঁরা বলছেন, পুলিশি নির্যাতন করে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তাঁরা উপযুক্ত বিচার চান।
সমাবেশে বক্তৃতা করেন শিক্ষানবিশ আইনজীবী মো. পারভেজ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু, আইনজীবী সমিতির সদস্য মিলন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষানবিশ আইনজীবী সাকলাইন মোস্তাক প্রমুখ। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদের বিচার করতে হবে। অন্যথায় আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
গত ২৯ ডিসেম্বর রাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন রেজাউল করিম। গ্রেপ্তারের তিন দিন পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে রেজাউলের মৃত্যু হয়। রেজাউল বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি পাসের পর বরিশালের আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।
রেজাউলের পরিবারের অভিযোগ, ২৯ ডিসেম্বর রাত আটটার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের একটি চায়ের দোকানের সামনে থেকে রেজাউলকে আটক করেন বরিশাল নগর ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ। রেজাউলের কাছে মহিউদ্দিন দুজন মাদক ব্যবসায়ীর নাম জানতে চান। রেজাউল কিছু জানেন না বললে তাঁর পকেটে হাত দিয়ে নেশাজাতীয় ইনজেকশন পাওয়ার দাবি করে তাঁকে আটক করে নিয়ে যান তিনি।
নিহত রেজাউলের বাবা ইউনুস মুনসি বলেন, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে।