ট্রাক চাপায় প্রাণ গেল র্যাব সদস্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:০০ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
টেকনাফের হোয়াইক্যং থেকে উখিয়ায় মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল র্যাব-১৫–এর কক্সবাজারের একটি দল। এতে মোটরসাইকেলে ছিলেন র্যাবের দুই সদস্য তরিকুল ইসলাম ও কাউসার আহমেদ। হঠাৎ মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে মারা যান ল্যান্স নায়েক তরিকুল ইসলাম। আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমদ।
আজ সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করেছে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ। আহত কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ সম্পর্কে শাহপুরী হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মারুফ আহমেদ বলেন, ট্রাকটি কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছিল। পালংখালী এলাকায় মোটরসাইকেলে থাকা দুই র্যাব সদস্যকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।
র্যাব-১৫–এর কক্সবাজারের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, টেকনাফের হোয়াইক্যংস্থ র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে একটি দল সকালে উখিয়ায় অভিযানে রওনা হয়। দলের বহরের সঙ্গে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলে থাকা র্যাব সদস্য লেন্স নায়েক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। আহত এএসআই কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।