শরীয়তপুরের ভেদরগঞ্জ-নড়িয়া ও জাজিরা পৌরসভায় বিএনপি'র মেয়র প্রার্থী যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:০৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরাপৌরসভায় বিএনপি'র মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ভেদরগঞ্জ পৌরসভায় বিএম মোস্তাফিজ, নড়িয়া পৌরসভায় সৈয়দ রিন্টু ও জাজিরা পৌরসভায় মাজহারুল ইসলাম রনী মনোনয়ন পেয়েছেন।
১, বিএম মোস্তাফিজ (ভেদরগঞ্জ পৌরসভা)।
২, সৈয়দ রিন্টু (নড়িয়া পৌরসভা)।
৩, মাজহারুল ইসলাম রনী (জাজিরা পৌরসভা)।
গত ২৯ ডিসেম্বর রাতে বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। শরীয়তপুরের তিন পৌরসভায় ভোট গ্রহন তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ভেদরগঞ্জ পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহাবায়ক বিএম মোস্তাফিজ বলেন, দলের সিদ্ধান্তে ২য় বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ আমার পক্ষে রয়েছেন। সুষ্ঠ ভোট হলে বিএনপি ও ধানের শীষ তথা আমার বিজয় সুনিশ্চিত।
এ বিষয়ে নড়িয়া পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা সৈয়দ রিন্টু বলেন, সুষ্ঠ ভোট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার বিজয় সুনিশ্চিত। আর নড়িয়া পৌরসভা বিএনপি'র সভাপতি সৈয়দ টেনু মীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ মো; কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন মিলন বলেন, জনগণ আমাদের বিএনপি ও ধানের শীষের পক্ষে রয়েছেন বিজয় আমাদের হবে, ইনশাআল্লাহ।
এদিকে জাজিরা পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রনী বলেন, দলের সিদ্ধান্তে নির্বাচন করছি। ভোটাররা আমার পক্ষে রয়েছেন। সুষ্ঠ ভোট হলে বিজয় আমার সুনিশ্চিত।