নিখোঁজের পর বুড়িগঙ্গায় ভাসমান ট্রাকচালকের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ এএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪২ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লার নিখোঁজের পাঁচ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে ইয়াকুব নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৮টায় তার মরদেহ ভেসে উঠে। আজ রবিবার সকালে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। গত ২৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মৃত ইয়াকুব কিশোরগঞ্জের নিকলি ভাটিবরাটিয়া গ্রামের আলতু মিয়ার ছেলে ও বক্তাবলী নবীনগর এলাকায় বাস করতেন।
পুলিশ জানায়, ঢাকার পোস্তগোলার ইব্রাহিমের ট্রাকের চালক ছিলেন ইয়াকুব। কিছুদিন আগে তার কাছে ৭৪ হাজার টাকা পাওয়ার দাবি করে ইব্রাহিম। এ নিয়ে কথা কাটাকাটির জেরে কাজ ছেড়ে দেন। এরপর থেকে পাওনা টাকার জন্য চাপ বাড়িয়ে দেন ট্রাক মালিক। এক পর্যায়ে শর্ত দেয় ৫০ হাজার টাকা দিলে তাকে ফের ট্রাকে চাকরি দেয়া হবে। তা দিতে অপারগতা প্রকাশ করলে ৫ হাজার টাকা দাবি করেন ট্রাক মালিক। গত ২৯ ডিসেম্বর স্ত্রীর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
গত শনিবার রাত সাড়ে ৮টায় বুড়িগঙ্গা নদীতে লাশ ভেসে উঠে। আজ রবিবার সকালে পরিবারের লোকজন শনাক্ত করে ইয়াকুবের লাশ। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।