সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রাথীর মহিলা সমর্থকদের উপর নৌকা সমর্থকদের হামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:৪৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী আওনা ইউনিয়নে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর মহিলা সমর্থকদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজারে স্বতন্ত্র প্রাথী হুমায়ুন কবীর এর মহিলা সমর্থকদের নেতৃত্বে বিক্ষুদ্ধ এলাকাবাসী পঞ্চাশী মোলভী বাজার পর্যন্ত নৌকার বিরুদ্ধে ঝাডু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী হুমায়ুন কবীর, ইতি বেগম, হাজেরা বেগম, শেফালী বেগম, চামেলী বেগম প্রমুখ।
স্বতন্ত্র প্রাথী হুমুয়ুন কবীর তার বক্তব্যে অভিযোগ করে বলেন, নৌকা প্রতিকের প্রাথী ও বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন এর পালিত লাঠিয়াল আবু বক্কর সিদ্দিক, আসাদ্দজ্জামান বাবলু, রনি মিয়াসহ ১০/১২ জনের একটি গ্রুপ আমার মহিলা সমর্থকদের উপর রামদা কুড়াল ও দেশীয় অস্ত্র এবং লাঠি-শোঠা দিয়ে হামলা চালিয়ে মহিলাদের মারধর, শ্লীলতাহানী করে। তারা এক সর্মথককের কোলে থাকা বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। সেই সাথে প্রশাসনের কছে সুষ্ঠ ও নিরপেক্ষ, বাধাহীন ভোট গ্রহন চাই।