সিরাজগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে ধানের শীষের ভোট চাইলেন-শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ৩ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৮ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, নিশিরাতে যদি নৌকায় সীল মেরে ব্যালট বাক্স ভরা না হয়, ভোটের দিন ক্ষমতাসীনরা যদি সহিংসতা না করে, ভোটারদের ভয়ভীতি না দেখানো হয়, যদি ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় হবে- ইনশাল্লাহ।
আজ রবিবার (৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থীর ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোটারদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করার সময় এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, সিরাজগঞ্জের মাটির পাঁজরে পাঁজরে বিএনপির আন্দোলন-সংগ্রাম,ত্যাগ তিতিক্ষার গৌরবের ইতিহাস লেখা রয়েছে, সিরাজগঞ্জের মাটি বিএনপির দুর্জয় ঘাটি, এখানে যখনই সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই গণতন্ত্র প্রিয় জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করেছেন।
এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা জাসাসের আহবায়ক ইমন আঁধার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিনিয়র সহ সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ সভাপতি মুনসি নিবির, মাহমুদুল আলম চৌধুরী, বিজয় আহমেদ, টিটু, সবুজ খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদেরকে ইস্পাত কঠিন মনোবল নিয়ে জনগণকে সাথে নিয়ে সকল নির্বাচন ও আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
এদিকে সকালে তিনি সিরাজগঞ্জ জেলা মোটর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মত-বিনিময় করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারে সভাপত্বিতে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজার পরিচালনায় আরো বক্তব্য দেন পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন,পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ, জয়পুরহাট মোটর শ্রমিকইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রকিব, বগুড়া ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সিরাজগঞ্জ ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরু মুন্সী।
পরে তিনি সিরাজগঞ্জ জেলা মোটর ইউনিয়নের সাধারণ সম্পাদক মরহুম আনছার আলীর কবর জিয়ারত করেন ও তার পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়ীতে যান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।