কাপাসিয়ায় রিকশার যাত্রীর টাকা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ২২ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যাত্রীর মোটা অংকের টাকা ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক শাহীন। হারিয়ে যাওয়া ১ লাখ ৬০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে এলাকার লোকমুখে প্রশংসায় ভাসছেন। অথচ পুরস্কার নিতে সে নারাজ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া সদরে।
জানা যায়, কাপাসিয়া উপজেলা সদর বাজারের মুদি দোকানী মজিবুর রহমান মঙ্গলবার সকালে রিকশাযোগে তার গ্রামের বাড়ি কান্দানিয়া যান। কিছুক্ষণ পর পলিথিনে মোড়ানো পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা খোঁজে পাননি। মাঝপথে কোথাও পড়ে গেছে ভেবে তৎক্ষনাত বাজারে ফিরে আসেন এবং না পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সুস্থ্য হয়ে দেখেন ওই রিকশাচালক শাহীন (১৭) তার টাকার প্যাকেটটি পেয়ে ফিরিয়ে দিতে ছুটে এসেছে।
রিকশাচালক শাহীন জানান, যাত্রী নেমে যাবার পর সে তার রিকশায় টাকার প্যাকেটটি পেয়েছে। সে তার কর্তব্য মনে করে ফিরিয়ে দিতে ছুটে এসেছে। বিনিময়ে সে কোনো কিছুই নিতে স্বীকার হয়নি।
রিকশাচালক শাহীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র। কয়েক বছর যাবত সে পরিবার নিয়ে উপজেলা সদরের খোদাদিয়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।