কাপাসিয়ায় এক রাতে তিন বাড়ির ৬ গরু চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ২১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:১৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গত রোববার রাতে পৃথক তিনটি বাড়ি থেকে কৃষকের ছয়টি গরু চুরি হয়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অনেক দরিদ্র কৃষক তার আয়ের একমাত্র সম্বলটুকু হারিয়ে পাগল প্রায়।
জানা যায়, রোববার রাতে উপজেলা সদর ইউনিয়নের পাবুর গ্রামের হেলালউদ্দিন মোল্লার দুইটি গাভি, মজিবুর রহমান আকন্দের একটি ষাঁড় এবং আলাউদ্দিন বেপারীর দুইটি গাভি ও একটি ষাঁড় চুরি হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।
স্থানীয় কৃষকরা জানান, গত এক মাসে উপজেলার ১১টি ইউনিয়নের পাবুর, কোটবাজালিয়া, ভাটপাড়া, ভাকোয়াদী, চাঁদপুর, বেগুনহাটি, নাশেরা, ঘিঘাটসহ বিভিণ্ন গ্রাম থেকে প্রায় পঞ্চাশটি গরু চুরি হয়েছে। ফলে কৃষক ও খামারিরা তাদের গরু নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন। অনেকে গরু চুরি রোধে রাত জেগে পাহারা দিচ্ছেন। তবু গরু চুরি বন্ধ করা যাচ্ছে না। চোরের দল দ্রুত কাভার্ডভ্যঅনে গরু উঠিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, গরু চুরিসহ সব ধরনের অপরাধ রোধ করতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে।