টাংগাইলে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ৩ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৪১ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
করোনা কালীন সময়ে টাংগাইলে সীমিত পরিসরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে টাংগাইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেক কাটা এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
টাংগাইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু ও সহ-সমাজকল্যান সম্পাদক আব্দুল বাতেন এর নেতৃত্বে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ৪২তম প্রতিষ্ঠা পালন করেছে টাংগাইল জেলা ছাত্রদল।
গতকাল শনিবার (২ জানুয়ারি) পুলিশি বাধার মুখে বাধ্য হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী করতে না পারায় টাংগাইল প্রেসক্লাব ভবনের ভিতরে হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উৎযাপন টাংগাইল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রদলের বেশকয়েকজন সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বর্তমান বাংলাদেশ ও দেশের মানুষকে এই ভোট ডাকাত এবং জুলুমবাজদের হাত হতে রক্ষা করতে হলে ৯০ এর গণ-অভ্যুত্থানের মত বর্তমান ছাত্রদলকে গর্জে উঠতে হবে। এই সময়ে বক্তারা আরো বলেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ছাত্রদল কে আরো বেশি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে।