দু শিক্ষার্থীকে বাস চালকের মারধর : চবির প্রধান ফটকে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ এএম, ২ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৫:১৩ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
অতিরিক্ত ভাড়া না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে দ্রুতযান বাসের চালক ও সহযোগীর বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করে ছাত্রলীগের একাংশ। গতকাল রাতে সাড়ে আটটার দিকে এ অবরোধ করেন তারা। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিন।
জানা যায়, নিউ মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট আসেন অমিত মাহমুদ রাফি ও রবিন। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ চাওয়ায় প্রতিবাদ করলে বাসের চালক ও সহযোগী তাদের ওপর ক্ষিপ্ত হন এবং মারধর করেন। মারধরের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেন ছাত্রলীগের একাংশ। এসময় বাস চালক ও সহযোগীকে চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে ফটক খুলে দেয়া হয়। জানা যায়, রাফি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়তি এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।
এ ব্যাপারে ইকবাল হোসেন টিপু বলেন, বাসে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র মারধরের শিকার হয়েছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা গেট বন্ধ করে অবরোধ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এখন ফটক খুলে দেয়া হয়েছে। আগামীকাল ওসিসহ এ ব্যাপারে বসে সমাধান করা হবে।