সিরাজগঞ্জে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ২ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:২০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শুক্রবার (১লা জানুয়ারি) সিরাজগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ৪২তম প্রতিষ্ঠা পালন করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল। ভোরে সূর্য্যদয়ের সাথে সাথে শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে জেলা ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কর্মসূচি শুরু করে।
বেলা ১১ টার সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা, " রক্তে জেগেছে ঢেউ, শ্লোগান তুলেছি গণতন্ত্র মুক্তির রুখতে পারবে না কেউ " প্রতিষ্ঠা বার্ষিকীর এই প্রতিপাদ্য ধারণ করে মিছিল করে দলীয় অফিসের সামনে সমবেত হয়। ছাত্রদলের মুহুর্মুহু শ্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ সাইদুর রহমান বলেন, দেশের মানুুষের সাংবিধানিক, গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে অতীতের ন্যায় স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটাতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ত্যাগ শিকার করে সাহসী ও অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কায়ছার পারভেজ কাজল, সহ সভাপতি মুনসি নিবির, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান আবির, পৌর ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন, কাজিপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, পৌর ছাত্রদল নেতা পলাশ সেখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাকিম, সাকিব জামান জেবরান, সাগর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পুলিশের গুলিতে চোখ নষ্ট হয়ে যাওয়া ছাত্রদল কর্মী জয়কে শুভেচ্ছা উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।