টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ১ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীর গুলিতে মোহাম্মদ উসমান শিকদার (৩৮) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত ছাত্রলীগ নেতা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সাবরাং ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
আজ শুক্রবার (১ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ডাকাত ও ইয়াবা ব্যবসায়ীদের বাঁধা হয়ে দাঁড়ানোয় ইয়াবা ব্যবসায়ী শাকের, কেফায়েত উল্লাহ’র বাহিনী গুলি করে উসমানকে হত্যা করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ইয়াবা ও মানব পাচারকারী তালিকাভুক্ত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহত ছাত্রলীগ নেতার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন বলেন, হাসপাতালে আনার আগে উসমান শিকদার মারা যান। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।