কুষ্টিয়ার উজানগ্রামে সরকারী জমি দখল করে দোকান ঘর নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ৫ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:২০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুষ্টিয়া ইবি থানার ১০ নং উজানগ্রাম ইউনিয়নের বোর্ড অফিসের পশ্চিম পাশে, ইউনিয়ন পরিষদ সুপার মার্কেটের সাথে দোকান ঘর করতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী চক্র।
উর্ধতন কতৃপক্ষ বা উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুবীন ইসলাম সাবুর অনুমতি ছাড়ায় দোকান ঘর নির্মান কাজ চলিয়ে যাচ্ছেন আক্কাস কারিকর(৬৫) পিতাঃ আলাউদ্দিন কারীকর।
এই বিষয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান বলেন, ওই যায়গাটি ইউনিয়ন পরিষদের আওতায়। এই বিষয়ে আক্কাস আমাকে কিছুই জানান নি। তিনি বলেন আমি নিজে তাকে ফোন করে কাজ করতে নিষেধ করেছি,ও আমি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাধন কুমার বিশ্বাসকে বিষয়টি জানিয়েছি।তিনি বলেছেন আমি বিষয়টি দেখছি।
আক্কাস কারীকর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, এইটা এলজিইডির যায়গা, আমি এখানে দোকান ঘর করবোই। উত্তরে চেয়ারম্যান বলেন, আপনে আমার কথা না শুনলে আপনার নামে আমি মামলা করবো।